Login Register
মুগ্ধবাংলা সফটওয়ার লাইভ আপডেট

অনেকদিন আগেই মুগ্ধবাংলা সফটওয়ারের আপডেট প্রোগ্রামিং করছিলাম, কিন্তু, মাঝে কিছুদিন অন্য কাজে ব্যস্ত থাকায় পুরানো ফিচারের কি কি পরিবর্তন কতটুকু করেছিলাম ভুলে গেছি। বিষয়টা গন্ডগোল পাকিয়ে গেছে। সেজন্য ভাবছিলাম, লাইভ আপডেট করাটাই বোধহয় সুবিধাজনক হবে। কিন্তু চালু একটা সাইটের লাইভ আপডেটে এর সদস্যদের অনেকরকম সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই অনেক চিন্তা ভাবনার পর বছরের এই সময়টাই বেছে নিলাম। ঠিক করেছি মুগ্ধবাংলা লাইভ সফটওয়ার আপডেট চলবে আজ থাকে আগামী জানুয়ারি মাস অব্দি। এই সময়, সাইটের বেশ কিছু ফাংশনালিটি ও স্টাইলের পরিবর্তন চলবে একটানা। তবে সাইটের সদস্যদের কথা বিবেচনা করে বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্তই শুধু কাজ চলবে। অন্যসময় সাইট আগের মতই চলবে, তবে কোডিং এররের জন্য হয়ত মাঝে মাঝে "page not working" বা এমন ধরনের কিছু মেসেজ আসতে পারে বলে আমি আশঙ্কা করছি। সেইজন্য, সকল সম্মানিত সদস্যদের অনুরোধ, আগামী কিছুদিন এই নির্ধারিত সময়ে সাইটে প্রবেশ করবেন না, এতে হয়ত আপনার ডেইলি লগিন বোনাস পেতে অসুবিধা হতে পারে, অসুবিধা হবেই, তা নয়। তবে আশঙ্কা একটা রয়েই যাচ্ছে। আর খুব শীঘ্রই সদস্যদের জন্য নতুন অনেক সুবিধা নিয়ে আসতে পারব বলে আশা করছি যার মধ্যে অন্যতম হচ্ছে ই-ম্যাগাজিনের জন্য লেখা/কাজ জমা দেওয়ার সুবিধা। আশা করি সকলেই সহযোগীতা করবেন। ধন্যবাদ।

29th December, 2019 7:25 PM
Comments
#1

ই-ম্যাগাজিন শুরু করলে খুবই খুশি হব।


30th December, 2019 11:36 AM
#3

@sadaq সফটওয়ার আপডেটের পর এড ভিউ থেকে ক্রেডিট এখন অটোমেটিকালি কনভার্ট হয়ে যাবে। এখন শুধু এড স্টার্ট-স্টপ করা যাবে।


4th January, 2020 6:59 PM
#4

দুঃখিত, বিষয়টা আমার আগেই ঘোষণা করা উচিত ছিল। এখন এড ভিউ থেকে ক্রেডিট ৫ঃ১ অনুপাতে (যেটা আগে ছিল)কনভার্ট অটোমেটিক হয়ে যাবে।


4th January, 2020 7:04 PM
#5

আরও একবার দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভুলবশত অটো কনভার্ট অপশনটা অফ করা ছিল। এইমাত্র চালু করলাম। এখন সরাসরি এডভিউ ৫ঃ১ অনুপাতে কনভার্ট হয়ে যাবে।


4th January, 2020 7:27 PM
Pages First 1 Last
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)